টঙ্গীতে বিদেশী পিস্তল সহ আটক ২
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে বিদেশী পিস্তল সহ ২ জনকে আটক করেছে র্যাব ১০ এর একটি অভিযানিক দল।
রবিবার (২২ ফেব্রুয়ারি) টঙ্গীর মোক্তার বাড়ি এলাকা থেকে বেলা ১১ টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন-টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়ার রসুলবাগ এলাকার শাহ আলমের ছেলে শাহাদাৎ হোসেন রিপন (৩৫) ও রাজিবুল ইসলাম (৪১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার র্যাব-১০ এর একটি দল টঙ্গী পশ্চিম থানার আউচপাড়ার রসুলবাগ মোক্তার বাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় অস্ত্র মামলা করা হয়েছে।সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা পেশাদার সন্ত্রাসী। তারা দীর্ঘদিন যাবত টঙ্গী, গাজীপুর এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।